­
Sakrain/সাকরাইন/Shakrain - Ideal KG & Pre Cadet School - Ideal KG and Pre Cadet School

Ideal KG and Pre Cadet School

Ideal KG and Pre Cadet School Is The Most Popular School In Our Akhaura City 🏫🕉📖👨🏻‍🏫🎒✏️📝🎓📚👩🏻‍🏫🕯️🇧🇩🥇🖍️📎💌📏🖌️🧿🖋🗺️🚸 We believe that every Child has the potential to be the Best he/she can be. By preserving the Excitement and wonder of Childhood, children will experience the joy of Learning, and become life-long learners and Global Citizens with a Heart 🤗

SUBTOTAL :$0.00

Creator 🧿

Ticker

Sakrain/সাকরাইন/Shakrain - Ideal KG & Pre Cadet School

Sakrain/সাকরাইন/Shakrain - Ideal KG & Pre Cadet School

Short Description:
Sakrain/সাকরাইন/Shakrain - Ideal KG & Pre Cadet School

Description





“সাকরাইন" (Sakrain/Shakrain) পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম বার্ষিক উৎসব গুলোর মধ্যে একটি। সাকরাইন বলতেই আমরা জানি ঘুড়ি উৎসব । যদিও কালের বিবর্তনে এতে যোগ হয়েছে আতশবাজি, নাচ-গান ইত্যাদি। 😊🕺😍🎆😘💃🏻🎇😃

পুরো সপ্তাহ জুড়ে পুরনো ঢাকার অলিতে-গলিতে আনন্দ মুখোর পরিবেশে চলে সাকরাইন এর প্রস্তুতি, চলে সুতোয় মাঞ্জা দেয়ার ধুম। এই দিন বাহারি রঙের ঘুড়িতে আকাশ হয়ে উঠে ঘুড়িময়। ছোট বড় সবার অংশগ্রহণে প্রতিটি বাড়ির ছাদ হয়ে উঠে উৎসব মুখর, আর বেলা বারার সাথে সাথে বাড়তে থাকে উৎসবের জৌলুস।

এই দিনে বেলা বারার সাথে সাথে বাড়তে থাকে গান বাজনা ফানুস আর আতশবাজির খেলা। ঢাকার বাকি এলাকায় এই উৎসবের তেমন সাড়া না পাওয়া গেলেও লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, শাঁখারিবাজার, ধুপখোলা, সদরঘাট, সুত্রাপুর এবং আশেপাশের এলাকার চেহারা থাকে অন্যরকম। পুরোই যেন ঈদ।

সাকরাইন-এর আয়োজন শুরু হয় জানুয়ারী মাসের শুরু থেকেই। রঙিন কাগজ কেটে ঝালর বানিয়ে কিংবা পাখি, ফুল আর নানা ধরণের আকৃতি বানিয়ে পুরানো বাড়িগুলোর ছাঁদ, জানলা ও বারান্দায় ঝুলিয়ে দেয় স্থানীয়রা। মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন আমন্ত্রিত অতিথিদের জন্য। পটকা আর আতশবাজির গগনবিদারী শব্দের সঙ্গে চলতে থাকে অত্যুৎসাহীদের #ফায়ার_ব্রিদিং 🔥

মুখে কেরোসিন নিয়ে হাতে ধরা কাঠি আর মশালের উপর ফুকে দিলেই আগুন এর হল্কা বেড়িয়ে আসে। আপনি যদি পুরান ঢাকার স্থানীয় অধিবাসী না হয়ে থাকেন, আপনাকে এই চমৎকার উৎসব উপভোগ করার জন্য অবশ্যই ‘নেমন্তন্ন’ পেতে হবে স্থানীয় কোন বন্ধুর কাছ থেকে। কিন্তু যাদের ঢাকাইয়া কোন আত্মীয়স্বজন/ বন্ধুবান্ধব নেই; তারা প্রতিবারই আফসোস করে থাকেন। 😑

সেই বন্ধুর কাজটিই এবার হাতে নিয়েছি আমরা। ইচ্ছে থাকা সত্ত্বেও এই আনন্দ উপভোগ করার সৌভাগ্য অনেক ঢাকাবাসীর হয়না, তাই এই উৎসবের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য Travel Tracker ফ্যামিলি আয়োজন করতে যাচ্ছে দিন ব্যাপি সাকরাইন উৎসব। অনেক কিছু হবে এ উৎসবে এবং অনেক মজা তো হবেই। অনাবিল আনন্দের সাথে দেখতে পারা যাবে অনেক নতুন কিছু।

0 Reviews:

Post Your Review

Author

Author bio image

About the Author


Hello Hi 👋🏻 It’s me Debaloy Ghosh Dolan 🧿 I am the founder of this Website 🌎 I live in Akhaura, Brahmanbaria, Bangladesh 🇧🇩 & I am a Diploma Agriculturist & Graphic Designer. My hobby is watching Movies, Travelling, listening Music.I am so Fun loving Guy & i Love making Friends and I have a great interest in learning new Skills. Nothing to say much, Stay in touch with me to know more… 😊😍🙏🏻💑😘😃ॐ👏🔱❤️🧑🏼‍💻



------------------------------------------------------
© Designed By ᗪebǟloy Ghoṩh ᗪolαñ
------------------------------------------------------