Akhaura Half Marathon 2021
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আখাউড়া উপজেলাতে আয়োজন হতে যাচ্ছে হাফ ম্যারাথন । স্বাধীনতা যুদ্ধে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত আখাউড়ার মাটিতেই শুয়ে আছেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা।
'মাদককে না বলুন' শ্লোগানকে সামনে রেখে আগামী ১৭ই মার্চ "কুমিল্লাস্থ আখাউরা ছাত্রকল্যাণ পরিষদের" উদ্যোগে "আখাউড়া রানার্স" এর বাস্তবায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে Akhaura Half Marathon 2021 । সারা বাংলাদেশের দৌড়বিদদের আমন্ত্রন রইলো আখাউড়া উপজেলাতে ।
ইভেন্ট তারিখ: ১৭ই মার্চ ২০২১
রেজিস্ট্রেশন শুরুঃ ৫ ফেব্রুয়ারি ২০২১
-------------------------------------------
ক্যাটেগরি :
হাফ ম্যারাথন ২১.২ কি.মি. & ১০ কি.মি.
স্লট : ৫০০ জন
২১.২ কি.মি- ৩০০ জন
১০ কি.মি. - ২০০ জন
-------------------------------------------
রেজিস্ট্রেশন ফিঃ
হাফ ম্যারাথনঃ ১২০০/-
১০k রানঃ ১০০০/-
রেজিস্টেশন ফি এর মধ্যে যা থাকছে-
১. রেস কিট
২. ফিনিশার মেডেল
৩. নাস্তা
৪. পর্যাপ্ত খাবার পানির সুবিধা
৫. উন্মুক্ত থাকার ব্যবস্থা - উপজেলা মাঠ ( বিস্তারিত জানিয়ে দেয়া হবে। যেমন: তাবু সাথে নিয়ে আসলে আমাদের দেয়া নির্ধারিত স্থানে থাকতে পারবেন)
৬. মেডিকেল সাপোর্ট
ইত্যাদি।
Registration Procedure:
- অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম ৫ তারিখ রাত ৮ টায় ওপেন হবে।
- ফর্ম খোলার পর নির্ধারিত বিকাশ / নগদ একাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে ট্রাঞ্জেকশন নাম্বার বসিয়ে ফর্ম পূরন করে সাবমিট করতে হবে।
- রেজিস্ট্রেশন ফি এর সাথে চার্জ বাবদ ২০ টাকা যোগ করে পাঠাতে হবে।
-------------------------------------------------
বাংলাদেশের যে কোন স্থান থেকে খুব সহজেই ট্রেন বা বাসের মাধ্যমে চলে আসতে পারবেন আখাউড়াতে । রেসের পূর্বের রাতে প্রায় ৩০০ জন আমাদের নির্ধারিত স্থানে ক্যাম্পিং করে থাকতে পারবেন । এছাড়াও এখানে সরকারী রেস্ট হাউস এবং হোটেল রয়েছে । এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে ।
0 Reviews:
Post Your Review