Ganesh Chaturthi 👏
Ganesh Chaturthi, one of the biggest festivals in India, this year begins on September 10 and will conclude on September 21. The ten-day festival which falls in August or September is celebrated with great fervour in many states, especially Maharashtra, Gujarat, Odisha, Uttar Pradesh, and Karnataka. Ganesh Chaturthi is celebrated on Chaturthi Tithi of Shukla Paksha in the Hindu calendar month of Bhadrapada. The Ganeshotsav festivities begin on Ganesh Chaturthi (September 10) and end after 10 days on Anant Chaturdashi, also known as the day of Ganesh Visarjan. On this day, devotees immerse idol of Lord Ganesha in a water body close by. Thousands of devotees not only visit temples and pandals to offer prayers to Lord Ganesh, but also decorate idols and place them in their homes. Devotees worship Lord Ganesha, the Hindu god of wisdom, prosperity and fortune, and seek blessings for their families.
May Lord Ganesha bring you good fortune and make all your dreams come true. Happy Ganesh Chaturthi
শুভ গণেশ চতুর্থী
সিদ্ধিদাতা গণেশের (Ganpati) জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। এই বিশ্বাস করা হয় যে, নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে, সুখ -শান্তি বজায় থাকে, সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা দূর হয়। আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে! আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করতে ভগবান গণেশ সবসময় পাশে আছেন। শুভ গণেশ চতুর্থী
0 Reviews:
Post Your Review